রবিবার, মার্চ ০৫, ২০১৭

মাথা


--- অরুণ সেনগুপ্ত
মাথা আর নিচ্ছে না
চারপাশ গড়িয়ে যাচ্ছে
গজিয়ে নিচ্ছে ভাতের ফ্যানের ঘন তরল
খিদে নামক এক শরীর আঙুল চিবিয়ে নিচ্ছে
আরেক শরীর ডেকে নিচ্ছে মদন মোহন ভেঙচি
বুলি আওড়ানোর ভিতর হাততালি উড়ে যাচ্ছে
সাদা পায়রা একরাশ অন্ধকারচ্ছন্ন পর্দায় রক্তাক্ত
সমস্ত নর্দমায় ভেসে উঠছে মুখোশ
মুগ্ধ বাতাসে ফিনিশ টাচ
লম্বা ফিতেয় মগজের সর্বস্ব ঘিলু আক্ষরিক টুপ টুপ
বমি করে নিচ্ছে হেলানো গাছের মধ্যাহ্ন ছায়ায়
স্টার্ট করছে দুচক্রযান অদূরে
ধুলো উড়িয়ে মানসাঙ্ক
যা কিছু ভয়াবহ প্রতক্ষ অপ্রতক্ষ
আদর মেখে নিচ্ছে আলোআঁধারির অব্যবস্থিতচিত্তে

কোন মন্তব্য নেই: