লিখেছেন : মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ
অনেক পুড়েছি
এবার একটু শীতলতা দরকার|
আগে যখন উষ্ণতা কিনতাম
দোকানি বাতাসের দরে
আলো বিক্রি করত,
আমরা লুফে নিতাম|
চার বছর কেটে গেছে-
স্নিগ্ধ আলো
এখন অবাধ্য আগুন,
কারো বাঁধা মানে না!
বোমা হয়ে আঘাত করে-
'সভা-সমাবেশ-রাজপথে'
আবার
মাঝে
মাঝে
'আমাদের
বুকে!'
১০.০৯.২০১৪ ঈসায়ী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন