বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০১৪

ব্যর্থতা-তোমাকে ছুটি


 লিখেছেন : মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ
 

সমস্ত ব্যর্থতা গুলোকে মাটি চাপা দেবার পর
আমাদের জীবনে এখন
সফলতার ছড়াছড়ি-

মাঝে মাঝে চার বছরের অপরাধ
কয়েকশ বছরের অপরাধ তুল্য মনে হয়
যদিও এমনটা হওয়া স্বাভাবিক
কিন্তু এখন আর ওসব ভাবতে ইচ্ছে করে না

ভাবছি,পুরণো কথা আর ভাববো না
পুরণোকে নতুন করে পাবার যে আনন্দ,
আপাতত সে আনন্দ অতীত হয়ে থাকুক-
আমরা এখন নতুনকে নতুন করে পেতে চাই!

২২.০৯.২০১৪ ঈসায়ী।

কোন মন্তব্য নেই: