শুক্রবার, সেপ্টেম্বর ০৫, ২০১৪

যুদ্ধবাজ বলছি



           লিখেছেন : মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ
 
আবার যুদ্ধের আহ্বান এসেছে
এবার
   
বৃদ্ধের হাতে রাইফেল
   
যুবকের হাতে .কে47
   
এবং কিশোরের হাতে বোমা
   
তুলে নেবার পালা!

আমরা অত্যাচারী নই
আমরা অত্যাচারীর দ্বারা অত্যাচারিত,
কাজেই আর বসে থাকলে চলবে না
হয় এবার মরব,না হয় মারব-

"আর তোমরা,হ্যা তোমরা!যারা আমাদের ভালবাসো!
পারলে আমাদের জন্য
কয়েকটা কবর খুড়ে রেখো!"

৩০.০৮.২০১৪

কোন মন্তব্য নেই: