রবিবার, মার্চ ০৯, ২০১৪

বসন্তের আহ্বান

বসন্তের আহ্বান
..অরুণ কারফা

ওহে গৃহবাসী
আর কতদিন থাকবে
বসে ঘরে
বসন্তের কোকিল দিচ্ছে ডাক
তার সুমিষ্ট স্বরে ।

ছড়িয়ে পড়ছে রাশি রাশি পলাশ
থরে থরে
এমন দিনে কেউ কি থাকতে
পারে ঘরে?

কুহু কুহু তান দিচ্ছে ভরিয়ে
আকাশ
মৃদু মন্দ ধীরে বইছে  দখিনা
বাতাস
এমন দিনে মৌমাছির দল
বসছে ফুলের ’পরে
আর কতদিন থাকবে

বসে ঘরে? 

কোন মন্তব্য নেই: