বসন্ত জাগ্রত
দ্বারে
.....অরুণ
কারফা
আজ, হাসছে পলাশ
হাসছে শিমূল
হাসছে উপবন
তাই দেখে
উৎফুল্ল কেমন
মৌমাছিদের মন।
ঝাঁকে ঝাঁকে আসছে
উড়ে
রাশি রাশি
ফুলের ’পরে
আর প্রেমীদের এই
না দেখে
মন থাকে না
ঘরে।
সকাল হতে
সন্ধ্যা বেলা
দখিনা বাতাস বয়
এখন চিত্ত
সারাটা দিন
বাইরেই পড়ে রয়।
সন্ধ্যা হলেই উদাসী
মন
তাকায় আকাশ
পানে
সারাটা পৃত্থ্বী
শশীর আলোয়
যাচ্ছে ভেসে
বানে।
চারিদিকে হলেও এত
আলো
আকাশটা অন্ধকার
সেখানে যেন বাগ
বসিয়েছে
নক্ষত্রপুঞ্জ
তার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন