সুগন্ধি না
বাহারি ফুল
.........অরুণ
কারফা
কার আমন্ত্রণে
এসে ঋতুরাজ, মুগ্ধ
করেছ আমাদের সব
আজ, প্রলুব্ধ
চিত্তে ভাবে ভ্রমর
এখন, কোন ফুল
তার কেড়ে নেবে মন,
সে অতি ব্যাকুল।
কোনটা তারে
অধিক আকর্ষন করে,
যে চকচক করে
উজ্জ্বল কলেবরে
নাকি যার চাপা
সৌরভ, মনে করিয়ে
দেয় তারও বৈভব,
ইনিয়ে বিনিয়ে।
মাথায় চড়িয়ে রঙ
বেরঙের তাজ
রঙের খেলায়
মেতেছে সবাই আজ
তাই কার ডাকে
অলি দেবে সাড়া আগে
রঙ নাকি গন্ধ কোনটাকে
নেবে ভাগে।
এক জটিল প্রশ্ন
উত্তর নেই যার
রঙ না গন্ধ কোনটা
বেশি দরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন