চেনা অচেনা
.................অরুণ
কারফা
যাদের আমরা চিনি
মনে করি
সত্যিই কি
তাদের চিনি?
যেমনটি তাদের
জনসমক্ষে
দেখছি প্রত্যেক
দিনই।
হয়ত তাদের আরও
রূপ আছে
নই আমরা অবহিত
নতুবা তারা বদলাচ্ছে
আদল
ঘন ঘন
প্রতিনিয়ত।
চিনেও যাদের
ভুলে গেছি ভাবি
সত্যিই কি ভুলে
যাই?
মনের মণিকোঠাতে
থেকেও
হয়ত স্মৃতিপটে তারা
নাই।
হয়ত প্রকাশ্যে
জানিনা
কার প্রতি আমি
দুর্বল
অবলীলায় তারে
ভুলে গিয়ে
নিজের সাথে করি
ছল।
চোখের আড়াল হলেই
কেউ
তখনই ঠিক বোঝা
যায়
কতটা তারে
বুঝেছি আর
কতটা আছে সে স্মৃতির
পাতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন