বৃহস্পতিবার, মার্চ ০৬, ২০১৪

স্মৃতির খেলা

স্মৃতির খেলা
..............অরুণ কারফা

সে কি সত্যিই হারিয়েছে
মন থেকে আমার চিরতরে
তাহলে কেন উঠতে বসতে
তার কথাই শুধু মনে পড়ে?

এ কেমন যন্ত্রণা
আমি বুঝিনা
সে হারালেও মন থেকে
তার স্মৃতি মুছে যায়না।

আসলেই এ এক
মায়ার খেলা
কেউ হারিয়ে গেলেই
তারে যায়না ভোলা।

মানুষটা চলে গেলেও
তার স্মৃতি থেকে যায়
তারপর ধীরে ধীরে তা

ভাসতে থাকে স্মৃতির না’য়ে। 

কোন মন্তব্য নেই: