পারষ্পরিক
বোঝাপড়া
..........অরুণ
কারফা
কিছুতেই তারে
বোঝাতে পারিনা
তার কোন
প্রতিদ্বন্দ্বী নেই
আমার চোখেতে
একমেবং অদ্বিতীয়ম সেই।
কিছুতেই তারে
বোঝাতে পারিনা
তার উপর আমার
দাবি নেই
কলকব্জা নড়বে
আমার, তার দেওয়া চাবিতেই।
কিছুতেই আমি
বুঝতে পারিনা
এত সন্দেহ তার
কিসের
চেয়েও দেখবনা
আমি কিন্তু
পেয়ালা দিল সে
কিসের
অমৃতর না
বিষের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন