অনাগত ভালবাসা
.....অরুণ
কারফা
তোমার অস্ফুট
বাণী
আমায় করেছিল
মুগ্ধ
অশ্রুত তা
শোনার আশায়
হয়েছিলেম আমি প্রলুব্ধ।
শুধু সেই কথাটা
শোনার আশায়
পেতে রেখেছিলেম
কান
বাড়িয়ে দিত হয়ত বা যা
আমার
আত্মসম্মান।
অবশেষে তা
শোনালেও তুমি
হয়ে গেলে বড্ড দেরী
ততদিনে আমার পড়ে গেছে পায়ে
অন্য কারো
বেড়ি।
তোমার আমার
ক্ষতি হল কিনা
আমরা জানিনা তা
হয়ে গেলেও তা পূরণের আর
রইল না রাস্তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন