সোমবার, মার্চ ৩১, ২০১৪

~পথিকৃত~



কোনো এক শারদ প্রাতে 
দেখেছো কখনও 
পূব দিগন্তে লালিমা রঞ্জিত 
যৌবন প্রাঞ্জল রবি-কে !
আবার 
কোনো এক শৈত্য-প্রবন অপরান্হে
সেই রবি যেন নিস্প্রভ ম্রিয়মান
অন্তিম পরিনতির অপেক্ষায় !
পূর্ব হতে পশ্চিম
অবিরাম যাত্রী সে যে
মানব জাতির পথিকৃত !-৩১.০৩.২০১৪

কোন মন্তব্য নেই: