চঞ্চলা
বেপরোয়া
অপরিনামদর্শি !
তবুও
সে জানে
একান্তই আপন দৃষ্টিভঙ্গি তে !
সুনিবিড়
সুগভীর
বনানী
তার আগমনে তোলপাড় হয় !
যুগে যুগে
তপোবন
নন্দনকানন
যে অরণ্যানী
উতলা হয়ে ওঠে
যেন বহু প্রতীক্ষিত প্রেমিক
পায় তার অভিষ্ঠ !
আজন্ম তিষ্ঠ
এক চাতক পায় শ্রাবণ !
কোনো এক কালে
যেভাবে হয় দুষ্মন্ত-শকুন্তলা'র মিলন !
ধ্যানরত বিশ্বামিত্র
পায় মেনকা -কে !
উদ্দাম ও স্নিগ্ধ
মিলিত হয় সেভাবেই !
কালে-কালে
পূর্ণতা পায়
এ বিশ্ব-প্রকৃতি ! - ৩১.০৩.২০১৪
নামকরণ ঋণস্বীকার বরেন্য কবি প্রেমেন্দ্র মিত্র মহাশয়ের লেখা কবিতা "ঝড় যেমন করে জানে অরন্য কে"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন