প্রিয় মৌ,
অবান্তর কথা লিখে তোমার মূল্যবান সময় অপচয় করতে চাইনা।প্রথমেই বলি আমি ভালো আছি,তুমিও আশা করি অতীতের ঘটনা বিস্মৃত হয়েছো।ক্ষমা চেয়ে তোমাকে বিরক্ত করতে চাইনা;শুধু বলি ভালো আমি তোমাকেই বেসেছি !মুখ ফুটে বলতে পারিনি সে শুধু তোমার কথা ভেবে,প্রয়োজনের সাথে আয়োজনের সামঞ্জস্য যে রাখতে পারিনি !কি করে পারবো শুধু কাব্য করতে শিখেছি,বিপণন তো আজও করতে পারিনি। পেটের দায়ে দাসত্বের পন্থায় সৃজনশীলতা কে বন্ধক রেখেছি !কবিতা অনেক লিখেছি ;কবি আজও হতে পারিনি।লেখালেখি সে তো পূর্বপুরুষদের
ঋণস্বীকার;বকলমে তোমায় না বলা কথা !শেষে আবার বলি ভালো আমি তোমাকেই বেসেছি;তুমি মান্যতা দাওনি;সামাজিক স্বীকৃতির দায়ে !আমি ভালোবেসেছি কেবলই মনের দায়;আমার সৃষ্টি তোমারই ভালোবাসার অঙ্গীকার!ভালো থেকো;নিজের যত্ন নিও !
ঋণস্বীকার;বকলমে তোমায় না বলা কথা !শেষে আবার বলি ভালো আমি তোমাকেই বেসেছি;তুমি মান্যতা দাওনি;সামাজিক স্বীকৃতির দায়ে !আমি ভালোবেসেছি কেবলই মনের দায়;আমার সৃষ্টি তোমারই ভালোবাসার অঙ্গীকার!ভালো থেকো;নিজের যত্ন নিও !
তোমার ,
গৌরব
৩১.০৩.২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন