নীলকণ্ঠ
.......................অরুণ
কারফা
তার সঙ্গে আমার
টানাপোড়েন
উচিত অনুচিত
নিয়ে
কিছুতেই পারিনা
অনুচিত কাজ
করাতে তাকে
দিয়ে।
এই জন্যই কি এত
ভালবাসা
জানিনা ঠিক সে ভাবে
হয়ত যারে চাই অন্তর
হতে
চাইনা সে কুকর্মে
রবে।
এই নিয়ে হলেও মন
কষাকষি
তারই জিত
নিশ্চিৎ
এ যেন সমুদ্র
মোন্থনের পর
বিষ খাই কিঞ্চিৎ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন