রবিবার, মার্চ ৩০, ২০১৪

~যোধা-আকবর~



সাগর তোমাকে দেব
তির টুকু
আমায় দিও !
সূর্যটা তোমার থাক
বালুচরটা আমার হোক !
জল তো তোমারই
ঢেউটুকু হোক আমার !
ইতিহাস জয়ী মুঘল সম্রাট
আকবর !
যদি আমি হই
হবে না
আমার যোধা !
বিশ্ববিজয়ী সম্রাট
আমি
তুমি আমার
সম্রাজ্ঞী !-৩০.০৩.২০১৪

কোন মন্তব্য নেই: