চাওয়া পাওয়ার
ফিরিস্তি
............অরুণ
কারফা
আমি মধুকর হয়ে
মধু জমা করে
উৎসর্গ করি তার
তরে
সে কিন্তু ছোঁয়ওনা
তা ভুল করে।
আমি জলদ হয়ে
গিরি পর্বত পার
হয়ে
ঘেমে নেয়ে আসি
তার তরে
সে কিন্তু
ফিরেও দেখেনা আমারে ।
আমি নিশাচর হয়ে
রাতের পর রাত জেগে
কাটাই কষ্ট করে
সে কিন্তু পড়ে
পড়ে দিব্যি ঘুমায় অকাতরে।
এমনই আমার
ভালবাসা তার
প্রতি,
প্রতিদানে যার
পায়না কোন
স্বীকৃতি,
এমন কি সামান্যও
কৃপা
করে
সহানুভূতি সে দেখায় না স্বরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন