শুক্রবার, মার্চ ২১, ২০১৪

আস্তে জাগো আমি ব্যথা পাই

পানশালার কবি

তোমাকে যোনিতল উপহার দিয়েছি দেবতা
ভোগ করে গেছ প্রথম প্রাপ্তির মতো
বলেছ, মোহিনী নাইটি খুলে এসো চাঁদ জোছনায়
রোমন্থন দেব শিত্‍কার দেব ঈশ্বরী পরাগে
অতঃপর আমি আদিম তুমিও আদিম
কোনো বিভেদক রাখো না।

ঈশ্বর শেষ রাতে ঘুমাও
প্রত্যুষায় পোশাক জড়িয়ে অদৃশ্য হও।

এরপরই তুমি সৃষ্টির্কতা
আমি দাসী।

তবে কেন প্রতিরাতে শিত্‍কার তুলে
স্বীকার করো ভালোবাসি ভালোবাসি ?

আস্তে জাগো আমি ব্যথা পাই ।

কোন মন্তব্য নেই: