লিখেছেন : প্রতাপ রায়
ভেবেছিলাম সব মিথ্যে আর অপবাদ দিয়ে পাহাড় গড়ব একটা।
ভেবেছিলাম সু-পুত্র সু-কন্যা দের কখনও এ পাহাড় দেখতে দেবো না।
ভেবেছিলাম কাঁটা ঝোপের বুনো জঙ্গলই হবে সে পাহাড়ে।
আর সেই পাহাড়ের চুড়ায় তুমি দেখলে সূর্যোদয়?
অন্ধকারেও ঘুম না এলে বুঝতে পারি, সূর্যরশ্মিরা জমা আছে তোমার ঘামে।
অন্ধকারেও নিষ্ঠুর কোনও ফালা বুকে গেঁথে দিলেই লাশ হয়ে যাবো।
অন্ধকারেই লাশ হয়েই খুঁজে ফিরি নিজেকে হত্যা করার উপকরণ।
আর সেই অন্ধকারেই তোমার মিথ্যে দুর্জয় ?
ভেবেছিলাম সব মিথ্যে আর অপবাদ দিয়ে পাহাড় গড়ব একটা।
ভেবেছিলাম সু-পুত্র সু-কন্যা দের কখনও এ পাহাড় দেখতে দেবো না।
ভেবেছিলাম কাঁটা ঝোপের বুনো জঙ্গলই হবে সে পাহাড়ে।
আর সেই পাহাড়ের চুড়ায় তুমি দেখলে সূর্যোদয়?
অন্ধকারেও ঘুম না এলে বুঝতে পারি, সূর্যরশ্মিরা জমা আছে তোমার ঘামে।
অন্ধকারেও নিষ্ঠুর কোনও ফালা বুকে গেঁথে দিলেই লাশ হয়ে যাবো।
অন্ধকারেই লাশ হয়েই খুঁজে ফিরি নিজেকে হত্যা করার উপকরণ।
আর সেই অন্ধকারেই তোমার মিথ্যে দুর্জয় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন