লিখেছেন : দোলা ঘোষাল
সেই প্রথম যৌবনে, নব বসন্তে
সে এসে দাঁড়িয়েছিল আমার দ্বারে
শিহরন জাগিয়েছিল শিরায়-শিরায়,
রোমাঞ্চ জেগেছিল রোমে-রোমে
তবু তাকে আমি চিনতে পারি নি।
যখন চিনলাম, জানলাম তখনও
আমি তাকে প্রত্যাখ্যান করলাম অবহেলে
কারণ সে ছিল প্রবঞ্চক -প্রতারক-বিশ্বাসঘাতক।।
কিন্তু, আজ মনে হয়,
প্রেম তবু হারে নি, হারতে পারে না
ভালবাসার মূল্য যে অফুরান,
তাই আজ মনে হয়,
কত দিন কেউ এসে বলে নি ,
তুমি কত সুন্দর,
তুমি শুধু আমার
কত দিন এই মুখটি তুলে নেয় নি
অঞ্জলি করে তার দুই হাতে
আমার থরো-থরো উষ্ঞ ঠোঁটে
ঢেলে দেয় নি, সমস্ত বিষপাত্র
কারুর চোখে চোখ রেখে,
এই চোখ হয় নি লজ্জায় অবনত,
এই মুখ হয় নি লজ্জায় রাঙা,
হোক না তা মিথ্যা,
হোক না তি প্রবঞ্চনা
হোক না তা প্রতারনা,
হোক না তা বিশ্বাসঘাতকতা
প্রেম যে অফুরান
ভালবাসা যে চিরন্তন।।
জ্বলন্ত অরুন্ধুতী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন