বুধবার, মার্চ ১২, ২০১৪

ঋতুরাজের ফাঁদ

ঋতুরাজের ফাঁদ
..অরুণ কারফা
ঐ যে শোনা যাচ্ছে আজ
ডাক দিচ্ছে ঋতুরাজ 
ফাগুনে পলাশ বনের আগুনে
উত্তাপ ছড়াচ্ছে সবার মনে
মন বলছে যা পেয়েছি তাই থাক
আর যা পাইনি তা চুলোয় যাক।
চলরে সবে চল বাইরে বেরোই
রাশি রাশি রোদের সোনা কুড়োই
এমন দিন রোজ আসেনা জীবনে
সোনা ঝরছে সারাদিন সমানে
সন্ধ্যা হলেই উঠবে চাঁদ
রূপো ছড়িয়ে গড়বে ফাঁদ
তার সে ফাঁদে প্রেমিক প্রেমিকা
পড়বেই আছে ভাগ্যে লেখা।

কোন মন্তব্য নেই: