মঙ্গলবার, মার্চ ১১, ২০১৪

এর শেষ কোথায়

এর শেষ কোথায়
....অরুণ কারফা

কেন মনে হয় যতই জানি অনেক কিছুই
বাকী জানতে বুঝতে।
কই হয়না তো পথ আমাদের  দীর্ঘতর
ধীরে ধীরে চলতে চলতে।

যতই ফুটুক মনে হয় আরো ভালো লাগবে
আরো কিছু ফুল ফুটলে,
কই বাড়েনা তো পিপাসা পেট ভরে
জল পান করলে।

যতদিনই বাঁচুক মানুষ পৃথিবীতে
আরো কিছুদিন চায় বাঁচতে
কই ঘোরেনা তো সূর্য সন্ধ্যা হলে
যতই সূর্যমুখী ফুল চাক তারে দেখতে।

কোন মন্তব্য নেই: