কর্মব্যস্ততা
.....................অরুণ
কারফা
বইছে চঞ্চল
দখিনা বাতাস
দ্বিগুন জোরে
জ্বলছে পলাশ
এমন দিনে ঘরে
বসে আর
কে হতে চায় শুধুই
হতাশ।
ডাকছে কোকিল
হাসছে শিমূল
উপছে পড়ছে
বাগানেতে ফুল
প্রেমিক প্রেমিকারা নির্জনে বসে
ভাবী জীবনের কথায় মশগুল।
মৌমাছিরা শ শ
ব্যস্ত
লেগেছে মেলা ফুলের
মস্ত
ঘরে বসে কি আর থাকা
যায়
এসেছে আজ
ঋতুরাজ বসন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন