রবিবার, ফেব্রুয়ারী ০৯, ২০১৪

সাধ আছে সাধ্য নাই

সাধ আছে সাধ্য নাই তবু তারে চাই 
..........................অরুণ কারফা

সাধ আছে সাধ্য নাই তবু তারে চাই
তাই তার পিছনেই সমানে দৌড়াই
এমনই মহিমা জাগতিক সুখের
এমনই প্রবল পরাক্রম সখের।
ইনিয়ে বিনিয়ে সারাক্ষণই জানাই
খুব বেশী নয়, সোনার হরিণ চাই
ঐটুকুই আমাদের আকঙ্ক্ষা প্রাণের
আর না হলে কোন লোভ নাই ধনের।

তাই বোধ হয় হাসি ফোটে না মুখেতে
হৃদয়ও ভরে না খিদে থাকে পেটেতে
কোথায় গেলে পাব সব সময় ভাবি
সেই আত্মতৃপ্তি কার কাছে আছে চাবি?
অথচ ভুলি কি আছে বাউলের গীতে
উদারতা শেখায় যা পরতে পরতে।

কোন মন্তব্য নেই: