লিখেছেন : অরুণ কারফা
কি যে হবে মনে রাগ অনুরাগ এনে
কি যে হবে গেঁথে মালা, যদি ক্ষণে ক্ষণে
বোঝায় প্রিয়জনে
এর অসহ্য জ্বালা
তার চেয়ে বরং থাকাই ভাল একেলা।
একে যদি বল ভালবাসার দহন
আরও কত যন্ত্রণায়
ভুগবে মন
থেকেই যায়
প্রশ্ন যদিও এখনও
এ জ্বালায় কি সুখী হবে ভোলামনও।
যদি নাই পার তুমি, বলি আমি তবে
এর জ্বালায় যে একবার দগ্ধ হবে
প্রতি নিয়তই সে চাইবে ফিরে ফিরে
অন্তরে
বাইরে অনুভবে
পেতে তারে।
এমন সুখ চায় প্রত্যেকেই জীবনে
অনন্ত তৃপ্তির দহন শান্ত জ্বলনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন