শুভেন্দু
ধাড়া
মমিও ভেঙ্গেছে ঘুম পলকের তের ইঞ্চি নিচে যেখানে
বিলম্বিত আছে ঝুল
বারান্দার কালশিটে দাগ।
বস্তুত টেথিসের জল এখন
আর ঐতিহাসিক নয়
প্রান্তর ছুঁয়ে তরল
কাঁচ নেচে গেল এইমাত্র
বিগত ছাপ মুছে
সমান্তরাল ভাঙ্গন যাবতীয় অথৈ অনুরণন
আর কালপুরুষের অতি
শয্যায় ।
এবং দিনলিপি থেকে সেই
উন্মুখ প্রজাপতিটির ডানায়
পথ চলে যায়-পথ দিশা পায়
নতুন পায়ের স্পর্শে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন