মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

ভালবাসার জয়

ভালবাসার জয়
........অরুণ কারফা

এত ফুল ফুটেছে তবু
ভালবাসার শেষ নেই
চিন্তিত মালী জল ঢেলে যায়
ঢালত যেমন অতিতেই।

কাঠের স্তূপ জমেই চলেছে
তবু থামার নাম নেই
কাঠুরিয়া কাঠ কেটেই চলেছে
আগের মত গতিতেই।

এ যেন এক প্রতিযোগিতা
কে পায় গাছের চিত্ত  
কাঠুরিয়া কাঠ পেলেও অজস্র

মালীই হয় তার মিত্র। 

কোন মন্তব্য নেই: