মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ
দ্রোহ
বাংলাদেশ
তুমি কি দেখ না?
কুলাঙ্গারেরা আজো তোমার মাটিতে
বুক ফুলিয়ে হাটছে!
আমাদের রক্ত,অশ্রু সম্ভ্রমে কেনা পতাকা
অপবিত্র শয়তানদের গাড়িতে-বাড়িতে
আমরা কি চুপ করে থাকবো?
শাহাবাগ! গণজাগরণ মঞ্চ!
বিপরীতে তেঁতুল তত্ত্ব!
বুঝতে পারছি না
কবে শান্তি পাবে শহীদের আত্মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন