নানান রূপে আমি
.....অরুণ
কারফা
আমি সাবধানী
অহেতুক তবে
হইনা সাবধান,
সেখানেই আমি হই
সচেতন
যেখানে যেতে
পারে প্রাণ।
আমি অভিমানী
সচরাচর তবে
করিনা অভিমান,
সেখানেই আমি হই
ক্ষুব্ধ
যেখানে যেতে
পারে সম্মান।
আমি লাজুক
অযথা তবে পাইনা
লজ্জা,
সেখানেই আমি হই
লজ্জিত
যেখানে বাধ্য হই ছাড়তে সজ্জা।
আমি প্রতিবাদী
শুধু শুধু তবে হইনা মুখরিত
সেখানেই আমি করি
প্রতিবাদ
যেখানে মানুষের মস্তক হয় নত।
আমি কবি
সেভাবে তবে
তুলিনা কলম
সেখানেই আমি করি
লেখালেখি
যেখানে মানুষ ভুলে
যায় শরম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন