যতই চাই মাথা
উঁচু করে বাঁচতে
................অরুণ
কারফা
যতই চাই মাথা
উঁচু করে বাঁচতে
লোভ লালসাই বাধ
সাধে তাতে
মূহুর্তে টেনে
নিয়ে যায় নীচে
কয়েক শত হাত
গভীর খাদে।
যতই ভাবি, আর
যাই করি
মূল্যবোধকে দেব
প্রাথমিকতা
নিতান্ত মেকী নিত্য
চাহিদা
ভেঙে দেয় সে
একাগ্রতা।
যতই ভাবি, হতে
দেবনা
লোভ লালসাকে লাগাম ছাড়া
চমক দেখলে
পার্থিব সুখের
চিত্ত যে হয় দিশেহারা।
অথচ এই লোভের
ফল
পতনের দিকে
নিয়ে যায় জানি
চেতনাবোধের
মৃত্যু হয়
পড়ে থাকে শেষে
অমানুষ খানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন