শুধু লিখে যাই
..অরুণ কারফা
শুধু লিখে যাই
যার শেষ নাই
অনিশ্চিত
জীবনের অপূর্ণতার কথা
অর্থ থেকেও যেখানে
কিনা
আছে চরম
অর্থহীণতা।
এ যেন বৃক্ষ
মেনে নিয়ে দুঃখ
জল পেয়েও হচ্ছে
না সজীব,
অথবা খাবার পেয়েও
জীব
পড়ে রয়েছে
নির্জীব,
বা আটকে পড়া
চরায়
জোয়ারের
অপেক্ষায়
এক ওঁত পাতা
নৌকার গাথা।
হয়ত এর শেষ সুখকর
নয়
নয়ত জীবন হতই
মধুময়
তাই ভাবি বসে গালে
হাত দিয়ে
কি পাব এমন ভাবে
কাটিয়ে,
কি করলে পাবে জীবন
পূর্ণতা
ব্যার্থ করে
সকল অর্থহীণতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন