বুধবার, ফেব্রুয়ারী ০৫, ২০১৪

লিখেছিল সে এক চিঠি

লিখেছিল সে এক চিঠি
...........অরুণ কারফা

লিখেছিল সে এক চিঠি
যা আপাতঃ দৃষ্টিতে
সাদাসিধে হলেও
ছিল বহু ছলাকলা,
তাইঅনেক পথ চলেও
আর হয়নি একটুও চলা।

ছিল তার পরতে পরতে
অনেক কথাই বলা,
ইঙ্গিত ছিল সম্ভাবনা ছিল
ভাল কিছু পাবার
আশাও ছিল,
কিন্তু সবের পিছনেই
ছিল কিছু শর্ত,
যা করেছিল তারে উতলা,
তাই অনেক পথ চলেও
আর নিঃশর্ত হয়নি চলা। 

কোন মন্তব্য নেই: