মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

আজও পারিনি সেই ছবিটা আঁকতে

আজও পারিনি সেই ছবিটা আঁকতে
..........................অরুণ কারফা

আজও পারিনি সেই ছবিটা আঁকতে
রেখা টেনেছিল যা মনের পটেতে
সমাজের অবস্থা দেখে  
যারে দেখে তুমি প্রথম দর্শনে
উচ্ছসিত হয়ে মনে মনে
উদ্বেলিত হতে থেকে থেকে। 

না থেকেও যা চিত্রপটে
তোমার মনে উঠত ফুটে
আন্দোলিত করে তোমাকে
আর কেউ না দেখলেও তারে
তোমার প্রশস্তি ও প্রশংসার ভারে
ভরে যেত মন পুলকে। 

হ্যাঁ, সেই ছবির কথাই বলছি জেনো
যার অস্তিত্ব কেউ শোনেনি কখনো
পুরোটাই ছিল মননে
সুপ্ত বক্তব্যের পরতে পরতে 
তুমি শুধু যারে পেরেছিলে ধরতে

এবং রেখেছিলে স্মরণে। 

কোন মন্তব্য নেই: