সোমবার, ফেব্রুয়ারী ০৩, ২০১৪

যেতে যেতেও শীত চায়না যেতে

যেতে যেতেও শীত চায়না যেতে
.....................অরুণ কারফা

যেতে যেতেও শীত চায়না যেতে
কেউ যেন তাকে ডাকে পিছু হতে
তাই এগিয়ে গিয়েও ফেরত আসে
স্মৃতিপটে ওঠে কারও ছবি ভেসে

উত্তুরে হাওয়ায় কখনো নাচে
কখনো পাতায় গাছে গাছে
ঢেউ উঠলে তার বুকের উপর
আপন হয়ে যায় যে ছিল পর।

অবশেষ যেতে হবেই একদিন
অপেক্ষায় রয়েছে বসন্ত রঙিন
শেষ হলে নলেন গুড়ের সন্দেশ  
তারপরই হবে বসন্তের প্রবেশ


কোন মন্তব্য নেই: