ছোট্ট দাবি
...................অরুণ
কারফা
আমার প্রিয়ার
মন
অতি সাধারণ
তাইতো আমি তার এত
প্রিয়জন
তাইতো আমি তার
কাছের মানুষ আর
তার সঙ্গে করি প্রেমের
কারবার।
নিত্য নতুন ধারায়
প্রেমকে সে সাজায়
কখনো নবীন প্রাতে
কখনো পড়ন্ত বেলায়
কখনো গভীর রাতে
কখনো ভর সন্ধ্যায়
সব সময়ই সে জেতে
পারদর্শী কিনা এই খেলায়।
আমি শুধুই ভাবি
সদাই কেন সে জেতে
জিত যেন তার তরে
বসে থাকে ওঁত পেতে
কখনো কি আসবে না
আমার হাতেও চাবি
কখনো তো জিতব
এই টুকুই শুধু দাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন