মধুর অপেক্ষা
আর কতকাল
বাড়িয়ে মায়াজাল
থাকব পথ চেয়ে,
কবে বলতো
আসবে বসন্ত
আর তার সাথে আমার মনের মেয়ে।
আর কতকাল
থাকব আশায় বুক বেঁধে
ফুলে ফুলে যবে উদ্যান ভরবে,
অপেক্ষার শেষে
আসবে নিমেষে
বসে আছি যার পথ চেয়ে।
আর মনে হয়
থাকতে হবেনা নীরব দর্শক হয়ে
ঐ আসে মধুকর
তাদের বিস্তর
দলবল সাঙ্গোপাঙ্গ নিয়ে,
সাজিয়ে কবরী
কাঁখে নিয়ে গাগরি
এবার বালারা যাবে গুনগুন গেয়ে।
বাড়িয়ে মায়াজাল
থাকব পথ চেয়ে,
কবে বলতো
আসবে বসন্ত
আর তার সাথে আমার মনের মেয়ে।
আর কতকাল
থাকব আশায় বুক বেঁধে
ফুলে ফুলে যবে উদ্যান ভরবে,
অপেক্ষার শেষে
আসবে নিমেষে
বসে আছি যার পথ চেয়ে।
আর মনে হয়
থাকতে হবেনা নীরব দর্শক হয়ে
ঐ আসে মধুকর
তাদের বিস্তর
দলবল সাঙ্গোপাঙ্গ নিয়ে,
সাজিয়ে কবরী
কাঁখে নিয়ে গাগরি
এবার বালারা যাবে গুনগুন গেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন