বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২০, ২০১৪

বসন্তের আগমন

বসন্তের আগমন
...অরুণ কারফা

মহুল বনে মহুয়া জমেছে, কখন
মৌ আসবে, দিকে দিকে গেছে ভরে
সৌরভে, ম ম করছে আদিগন্ত বন
যবে, এখনো মৌমাছিরা কি রবে ঘরে?
ডালে ডালে কোকিল ডাকছে দুলে দুলে
বিহঙ্গ বিহঙ্গীরা উড়ে যাচ্ছে সদলে
আর তাই দেখে পলাশ আর শিমুলে
রাঙিয়ে নিয়েছে সারা গা রক্তিম লালে।

বসন্ত এসে গেছে নিয়ে রঙের ঝুলি
রাশি রাশি ফুটেছে বাগানেতে কলি
তাই বুলবুলি রঙিন খেলায় ভুলি
শিস দিতে দিতে গান গাইছে দুকলি।
এত রঙের পসরা এনে ঋতুরাজ

প্রসন্ন করেছে সকলের মন আজ। 

কোন মন্তব্য নেই: