চাওয়া পাওয়া
......অরুণ
কারফা
আমি যারে চাই
সে চায়না আমারে
আমারে যে চায়
আমি চাইনা তারে,
এই হিসেব
নিকেশের ফলে
পড়েনা মালা গলে
ঝরে যায় ফুল,
প্রকট হয় ভুল
গড়ায় না জলও
বেশীদূর আর,
বৃথাশ্রম যায় অথৈজলে।
অথচ ফুলই কত
ফুটছে মনের মত
কতক তার কারো
মনে ধরেনা,
কত গানই হচ্ছে প্রত্যহ
রচিত
কতক যার কারো
চিত্তে বসেনা,
ফাগুনের মাসে, তবু
ভ্রমর আসে
দু এক কলি
শোনায়
সব ফুলের মধু
খায়
বঞ্চনা লেখেনা
কারো কপালে।
আসলেই মানুষ এক
এমন প্রাণী
অযথাই হয়ে জটিল
অভিমানী
উদার চিত্তে
ভালবাসতে জানেনা
সহজ কাজটিও
সহজে করতে পারেনা ছলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন