রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০১৪

পাপ পুণ্যের হিসেব নিকেশ

পাপ পুণ্যর হিসেব নিকেশ
...............অরুণ কারফা

জীবন না কি রঙ্গশালা
যেখানে সবাই একলা একলা
ভিড়ের মাঝেও থেকে,
যেখানে এলেই নতুন মুখ
সবাই তারে নিয়ে উন্মুখ
পুরনোকে আর কে দেখে?

সাক্ষাতে হোক বা সংগোপনে
নাটকের অঙ্ক চলে সমানে
চরিত্রের নাই শেষ,
প্রত্যেকেরই কিছু আছে অবদান
সাচ্চার মাঝে ঝুটা বর্তমান   
ফারাক যদিও বেশ

যাচাই করতে হলেই ভুল
দিতে গুনে গুনে মাসুল
যার নাই কোন ক্ষমা,
পাপ পুণ্যের হিসেব নিকেশ
এই জন্মেই হয়ে যায় শেষ

পড়ে থাকেনা জমা। 

কোন মন্তব্য নেই: