বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

নব প্রজন্মের উত্থান

নব প্রজন্মের উত্থান
......অরুণ কারফা

আবার আসছে নববসন্ত
সঙ্গে নিয়ে ফুলের জোয়ার
আবার  হাসবে প্রেমিকের দল
থাকবে নাকো মুখ কারো ভার।

ভাল লাগবে কারো মল্লিকা
কারো বা যুথি কামিনী
দিনগুলো হবে সুন্দর আরো
মধুরতর যামিনী।

দখিনা বাতাস বইবে আবার
সঙ্গে নিয়ে ফুলের সুবাস
নিমেষে রক্তিম হয়ে উঠবে  
তাই না দেখে শিমূল পলাশ

প্রজাপতির দল আসবে উড়ে
ফুলের মধু খেতে
রেণুগুলোও তাদের পায়ে পায়ে
উঠবে খেলায় মেতে।

খেলার পরিণতি কি
তারা তো জানেনা আর
নবীন প্রজন্ম জায়গা নেবে
পুরনোকে করে নিঃসাড়।

কোন মন্তব্য নেই: