শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৪

নব্জাতকের শুভাগমন

নবজাতকের শুভাগমন
..........অরুণ কারফা

এত ফুল ফুটেছে তবু
খুঁজে বেড়াচ্ছে অলি
কোথায় আছে অপেক্ষারত
সদ্যজাত সেই কলি
মধুর ইচ্ছা বন্দি হয়ে
যার আছে অন্তরে
মুক্তি পাবে একবারটি
অলি বসলেই উপরে।

একমাত্র পূর্ণতা পেলে
মনস্কামনা কলির
তবেই ধন্য হবে
সুপ্ত বাসনা অলির
শেষ হবে চাওয়া পাওয়ার
বিশিষ্ট এক ধ্যায়
এবার থাকবে পৃথিবী তার
নতুন অতিথির অপেক্ষায়।


কোন মন্তব্য নেই: