ঝোড়ো স্মৃতি
..............অরুণ
কারফা
তার কথা বললেই
আমার
চক্ষে নেমে আসে
আঁধার
প্রথমেই যা মনে
পড়ে
কিভাবে সে ঢুকত
ঘরে
কিভাবে বইপত্তর
সব
দিত ওলট পালট
করে
মনে হত প্রবল ঝড়ে
গাছ গাছড়া
ভেঙেছে পড়ে
অথবা হয়েছে
উল্কাপাত
সুদূর এক তেপান্তরে।
কিন্তু যা লাগত
ভাল
তা সত্ত্বেও সে
ছিল উজ্জ্বল
যেন আঁধারেও
প্রদীপ নিয়ে
ধরত সেটা আলো
জ্বালিয়ে
যেন স্বয়ং
বিদ্যাদেবী
উঠত হেসে খিলখিলিয়ে
আর তাতেই ভরলে
অন্তর
শান্তি পেতাম
মনে বিস্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন