বিরহ ব্যথা
....................অরুণ
কারফা
যত দূরে যেতে চাই তার থেকে আমি
তত বেশী পাই
কষ্ট
চাইলেও পারিনা মন
থেকে আমার
ছবি তার করতে নষ্ট।
এত বেশী তা
জাঁকিয়ে বসেছে
মানসপটে আমার
অন্যর ছবি আঁকতে গেলেই
মুখ ফুটে উঠে
তার।
এ যন্ত্রণা সবাই
বোঝেনা
বোঝে যে
ভুক্তভোগী
তাই নিশিদিন
গুমরে মরে
শেষে হই মানসিক রোগী।
এর চেয়ে তো
ছিলেম ভাল
যখন ছিলেম একা
বিধি বাম হল
তাই তো হঠাৎ
তার সাথে হল
দেখা।
মাঝে মাঝে ভাবি
করব এবার
ধনুর্ভঙ্গপণ
উল্টো রাস্তায় হন্টন দেব
সাক্ষাত হলেই
ক্ষণ।
কিন্তু সে
চেষ্টাও বৃথা হয়ে যায়
সম্মুখে এলে সে
বুঝেছি এখন আর রক্ষেটি নেই
জ্বলতেই হবে বিষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন