সোমবার, ফেব্রুয়ারী ২৪, ২০১৪

একাকীত্বের কোলে

একাকীত্বের কোলে
..................অরুণ কারফা

আমার মনের আকাশে ওঠেনা চাঁদ
যদিও ফাগুন মাস
জমাট কালো মেঘ করে আছে
সেখানে তমার বাস।

যদিও হয় সকাল সন্ধ্যা
ওঠেনা তারা সেখানে
রজনীগন্ধা ছড়ায় না সৌরভ
আপন খেয়ালে বিজনে।

পাখীরা সেখানে গায়না গান
শিশির পড়ে না ঘাসে
অথচ সবই হোত এক সময়
এই রকম ফাগুন মাসে।

বদলে গেল চালচিত্র
যেদিন সে গেল চলে
তারপর থেকে রয়েছি পড়ে

একাকীত্বের কোলে।   

কোন মন্তব্য নেই: