মধুমাখা
বসন্ত
.................অরুণ
কারফা
ওরে কে কোথা আছিস
আয় ছুটে আয়
হাসির ফোয়ারা
ছোটে সবুজ পাতায়
মল্লিকা চামেলি
যুথিকা আর কামিনী
অপেক্ষায় আছে
কখন আসে যামিনী
মৃদু মন্দ
দখিনা বায়ু কখন এসে
দুই হাতে ছড়ায় সৌরভ
ভালবেসে
মুখরিত হবেই কোলাহলে
নগরী
বালাদের
সুসজ্জিত হলেই গাগরী।
শীত পালাতেই হচ্ছে
বেলা আরো বড়
সন্ধ্যাগুলোও
হচ্ছে কলতানে মুখর
এবার প্রেমিক
প্রেমিকা আসবে দোঁহে
আচ্ছন্ন হয়ে
ফুলের সুবাসের মোহে।
এইভাবেই বসন্ত
আসছে ধরায়
গড়ে তুলতে প্রণয়ী
জোড়ায় জোড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন