সোমবার, ফেব্রুয়ারী ১০, ২০১৪

বিরহের ব্যথা

বিরহের ব্যথা
........................অরুণ কারফা

হেমন্তের পাতা ঝরা অথবা শীতের
শিশির পড়ার মৃদু মন্দ পদধ্বনি
যেই কিনা শুনি মনে পড়ে অতীতের
কথা, চলে যাই ধরে স্মৃতির সরণী।
কি করে যে বুকে নিয়েও এত যন্ত্রণা
মুখে ফোটাও হাসি ইচ্ছা করে জানতে
আমি যা পারিনা তুমি পার দিব্যি কিনা
যেন থাকি দুজনে পৃথ্বীর দুই প্রান্তে।

অথচ প্রণয় তো একা আমি করিনি
তুমিও ছিলে তাতে সমান ভাগীদার
তবু বিরহের ক্ষণ আমি শুধু গুণি
তুমি তো করছ দিব্যি প্রহর পার।
বিরহের ক্ষণ দিলেও ক্ষণিক কষ্ট

আখেরে তার ফল শুনেছি নাকি মিষ্ট। 

কোন মন্তব্য নেই: