ভালবাসার
রোমাঞ্চ
......অরুণ
কারফা
কত রূপে দেখছি অপরূপা
তোমায়
তবুও বুঝিনা এর কি আছে উপায়
কি ভাবে পাব
তোমার মনের ঠিকানা
মুখাবয়বে নেই
যার কোন নিশানা।
বুঝেছি তোমার ভালবাসা
পেতে হলে
ঢুকতে হবে হৃদে
মনের ফাঁক গলে
নাহলে বইবে সময়
জলের তোড়ে
আর আমি চেয়ে রব
হা পিত্যেশ করে।
অন্তরে তোমার ঢুকতে পারেনি তারা
বাইরের রং দেখে
ভুল বুঝেছে যারা
হৃদের চাবি আছে যে মনের ভিতরে
বাগিয়ে আনতে
হবে ভালবেসে তারে।
ভালবাসার রং যদি একটাই হত
রোমাঞ্চ থেকে তাহলে তা হত বঞ্চিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন