সুবাসিত
ভালবাসা
......অরুণ
কারফা
ভালবাসা কারে বলে,
সেকি আপনার
খেয়ালে চলে,
সেকি কামনা বাসনার
উর্দ্ধে অবস্থিত
অচেনা অজানা বল
যার কাজই হল
সর্বদা করা ছল?
অনেকটা যেন, প্রস্ফুটিত
কোন কলি
যার সুবাসেতে পথ
ভুলে যেই চলি
গন্তব্যে
পৌঁছবার বেশ কিছুটা আগে
ঝরে যায় যেটি নীরবে
নির্ভৃতে বাগে।
উৎসব মুখরিত
রাঙা পলাশ বনে
অথচ কলি পাওয়া
গেলেও ফাগুনে,
সৌরভহীন তার
আগুনটিতে মন
ভরেনা কিছুতেই হলেও
অল্পক্ষণ।
ভালবাসার না
থাকলেও যে সুবাস
বুঝি সেও করে,
সুবাসিত মনে বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন