মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০১৪

মাতৃভূমি

মাতৃভূমি
......................অরুণ কারফা

যতই আসি আমরা পৃথিবীটা ঘুরে
তবুও মনে হয় যেন স্বদেশে ফিরে
এর চেয়ে নই কোথাও বেশি স্বাধীন
আর কোথাও এমন কাটেওনা দিন।
বিদেশ বিভূঁইয়ে কাটিয়ে কিছু বর্ষ
ক্লান্ত হলে মা’র কোমল স্নেহের স্পর্শ
পলকেই ভুলিয়ে দেয় সকল ক্লান্তি
হৃদয়ে ফিরিয়ে এনে হারানো প্রশান্তি।

তাই বলি ভায়া এই স্বদেশের মায়া
কাটানো কঠিন এবং এর তরুচ্ছায়া
চলার পথে যে গভীর প্রভাব ফেলে
তা কাটানো অসম্ভব কোন মন্ত্রবলে।
জাগতিক সুখ যেখানেই যত পাই
স্বদেশের মত তৃপ্তি আর কোথা নাই।

কোন মন্তব্য নেই: