শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০১৩

মনে হয় যাই ছুটে ভোর রাতে

মনে হয় যাই ছুটে ভোর রাতে
................অরুণ কারফা

মনে হয় যাই ছুটে ভোর রাতে
ধানকাটা মাঠের বুকটা চিড়ে,
যেখানে আসে প্রত্যূষ শীতে
শিশির বিন্দুর হাতটা ধরে, 
মনে হয় গিয়ে বসি সেখানে
গাছটার নীচে,
কাক এখনও ঘুমোচ্ছে যেখানে
আধখানা চোখ বুজে,
যখন সেখানে ঝুলছে হাঁড়ি
খেজুর গাছের মাথায়,
সুঘ্রাণ নিই তখন কাঁড়ি কাঁড়ি
কুয়াশা মাখা হাওয়ায়।

মনে হয় এসবই করতে হবে
সময় নাই তাড়াতাড়ি,
পৌষ মাঘ গেলেই যে হবে
শীত যে যাবে ছাড়ি,
কে জানে আবার আসবে কবে
এমন শীতের দিন,
পুলি পিঠের যখন উৎসবে

সময়টা হ ভিন।

কোন মন্তব্য নেই: